QR কোডে পেমেন্ট করছেন? সতর্ক না হলে হতে পারেন সর্বস্বান্ত!

QR কোডে পেমেন্ট করছেন? সতর্ক না হলে হতে পারেন সর্বস্বান্ত!
QR কোডে পেমেন্ট করছেন? সতর্ক না হলে হতে পারেন সর্বস্বান্ত!

ডিজিটালাইজেশনের এই যুগে ক্যাশ লেনদেন এখন প্রায় অতীত হয়ে গেছে। অটো ভাড়া থেকে শপিং, রেস্তোরাঁর বিল পেমেন্ট-সবটাই হয় QR কোড স্ক্যান করে। কারণ একটাই, এতে ঝক্কি অনেক কম।

কিন্তু পরিশ্রম কমাতে গিয়ে বহু মানুষ প্রতিদিন প্রতারকদের ফাঁদে পড়ছেন। QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে গিয়ে দেখছেন, মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এড়াবেন এই সমস্যা।

বড় অঙ্ক শুধু নয়, বর্তমানে সামান্য ৫-১০ টাকাও লেনদেন করা হয় QR কোড স্ক্যান করে। আর এখানেই লুকিয়ে বিপদ। সেই কারণেই বলা হচ্ছে, QR কোড স্ক্যান না করে, চেষ্টা করতে হবে মোবাইল নম্বর বা ইউপিআই আইডিতে পেমেন্ট করার। তা অপেক্ষাকৃত বেশি সুরক্ষিত। আপনি যে অ্যাকাউন্ট থেকে সর্বত্র অনলাইন পেমেন্ট করেন, চেষ্টা করুন সেখানে কম টাকা রাখতে। সর্বোচ্চ ৫ হাজার টাকা। ফলে  সতর্কতা সত্ত্বেও কোনো ভাবে প্রতারকদের ফাঁদে পড়লেও বেশি টাকা খোয়াতে হবে না।

এখানেই শেষ নয়, যদি হঠাৎ করে অপরিচিত কেউ কোনো লিংক পাঠান। তাতে পেমেন্ট করার আগে ভালো করে তা খতিয়ে দেখুন। প্রতারকদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই লিংকে বিভিন্ন রকম বানান ভুল থাকে। ফলত, অপরিচিত কারো পাঠানো লিংকে পেমেন্ট করার আগেই একটু সতর্ক হলেই বাঁচতে পারেন জালিয়াতদের হাত থেকে।


Post a Comment

Previous Post Next Post